Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
b
Details

যতদূর দৃষ্টি যায়, শুধু ধান ধান অার ধান। বাণিজ্যিকভাবে ফলবাগান খুব একটা চোখে পড়ে না। বারহাট্টায় জয়েন করার পরপরই বিষয়টা বুঝতে পেরেছি, তাই একটা পেঁপে বাগান দিয়ে শুরু বর্তমানে বেশ কয়েকজন কৃষককে উদ্বুদ্ধ করেছি...তারই মধ্যে একজন হলেন তনু সাহেব, অাসমা ইউনিয়ন। তার প্রায় দুই একর জমির উপর কলা চাষের পরিকল্পনা করে দিয়েছি। সময়ে সময়ে বিভিন্ন কারিগরি পরামর্শতো অাছেই, অাজ মাঠে সরেজমিন কলাবাগানটি পরিদর্শন করলাম। অসম্ভব কঠিন চ্যালেঞ্জটি কৃষক হাতে নিয়েছেন, কারণ ইতোপূর্বে বারহাট্টায় এরকম কলাবাগান কেউই করেননি....অাশায় অাছি বাগান সফলতার অালো দেখবে অন্যান্য কৃষকগণ উনাদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে বারহাট্টার মাটিতে ধান ক্ষেতের পরতে পরতে ফলবাগান ভরিয়ে দিবে।
তারই স্বপ্ন দেখি...
অর্থ, পুষ্টি এবং তুষ্টিতে মুগ্ধ হবে বারহাট্টার কৃষক।

Images
Attachments
Publish Date
15/12/2021
Archieve Date
30/06/2022