কৃষিতে বারহাট্টা... বারহাট্টার ব্লকে ব্লকে একযোগে অালোক ফাঁদ স্থাপন। প্রতিটি অালোক ফাঁদে গড়ে ধান ফসলের ক্ষতিকারক পোকার মধ্যে অগণিত সবুজ পাতা ফড়িং, ২-৪ টি মাজরা পোকার মথ, ৫-৭ টি পাতা মোড়ানোর মথসহ উপকারি পোকার মধ্যে লেডি বার্ড বিটল, ক্যারাবিড বিটল, ওয়াটার স্কেভেনজারসহ বিভিন্ন পোকার উপস্থিতি সনাক্ত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস